রাঙ্গাবালীতে বসুন্ধরা শুভসংঘ স্কুলে অভিভাবক সমাবেশ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থী অভিভাবক সমাবেশ হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার চরইমারশন এলাকায় অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের একটি কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে স্কুলের শিক্ষা কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রত্যন্ত অঞ্চলে স্কুল কার্যক্রম পরিচালনা করায় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিভাবকরা । তারা তাদের শিশুদের নিয়মিত স্কুলে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, বর্ষার সময় এ এলাকার রাস্তাঘাট ডুবে যায়। এসময় শিশুদের স্কুলে যাতায়েতে অনেক কষ্ট হয়। সভায় বসুন্ধরা শুভসংঘ রাঙ্গাবালী উপজেলার সমন্বায়ক এম সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা সমন্বয়ক সাইমুন রহমান, এছাড়াও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের রাঙ্গাবালী শাখার সাবেক সভাপতি ঝিলাম তাওহীদ, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা হাবিবা বেগম, উম্মে হানি প্রমুখ।