মাদারীপুরে বসুন্ধরা শুভসংঘের মানবিক কার্যক্রম শতাধিক তৃষ্ণার্তকে শরবত খাওয়ালো স্বেচ্ছাসেবিরা
প্রচন্ড দাবদাহে পুড়ছে দেশ, গত কয়েক দিনের তীব্র গরমে মানুষ-জন, পশু-পাখি, জীব-জন্তু, এমন কি গাছপালাও এই রুক্ষ তাপের কাছে অসহায়। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। কিন্তু এক শ্রেণির মানুষ আছে, যারা ঘর থেকে বের না হলে তাদের পেট চলে না। পরিবার-পরিজন নিয়ে উপোস থাকতে হয়। তারা নিতান্তই পেটের তাগিদে পথে বের হয়েছেন। এরা হলেন রিক্সা চালক, অটোচালক, ভ্যানগাড়ি চালক, ঠেলাগাড়ি চালক মোট কথা অসহায় ও সুবিধা বঞ্চিত নানা শ্রেণিপেশার মানুষ। তারাই পথে পথে ঘুরে ভাড়া টানছেন। তাই ‘শুভ কাজে সবার পাশে‘ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রæপের অর্থায়নে রবিবার দুপুরে মাদারীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক বিশেষ করে শকুনি লেক ও তার আশপাশের সড়কে চলাচলরত শতাধিক সুবিধা বঞ্চিতকে তাদের যানবাহন থামিয়ে শরবত পান করালেন সংগঠনের একদল স্বেচ্ছাসেবি। তাদের এই মানবিক কাজে খুশি ওইসব অসহায় মানুষ ও পথচারিরা।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর জেলা শাখার সভাপতি ওহিদুজ্জামান কাজল, সাধারণ সম্পাদক জুবায়ের জাহিদ, স্বেচ্ছাকর্মী মো. দিদার হোসেন মোলা, সামিম মো: মাহাবুব, ইসরাত জাহান, হিমেল হাওলাদার, সুরাইয়া আক্তার, ত্বোয়াহা, অধরা ইসলাম, জহির ইসলাম, স্নিগ্ধ, তাহারাত, মাজিয়া খাতুন, সিথা আক্তার, সোহাগি আক্তার, রাব্বি, রাতুল, অপর্না বালা, নাবিলা, হিমেল, জাহান, মুনা, স্বর্ণা, সজল, আরিফ, রাফি, সেফাত, সুমন, হৃদয়, নোমান, আল-আমিন, ইমন, মেহেদি, সিহাব, রোমান আহমেদসহ একঝাক স্বেচ্ছাসেবি।
বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর জেলা শাখার সভাপতি ওহিদুজ্জামান কাজল বলেন, ‘আমরা সর্বদা অসহায় মানুষের পাশে থেকে সাধ্যমত সেবা দিচ্ছি। আমাদের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে। আমি ধন্যবাদ জানাই এইসব স্বেচ্ছাসেবিকে, যারা এই খরতাপের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে মানবিক কাজে অংশগ্রহণ করেছেন। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর জেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যিক সুবল বিশ্বাসকে। যিনি সব সময় আমাদের সকল মানবিক কাজে উদ্বুদ্ধ করেন।’