ফেনীতে ভয়াবহ বিপর্যয় উদ্ধারে কাজ করছে ‘বসুন্ধরা’ ‘শুভসংঘ’ সদস্যরা খিচুড়ি বিতরণ শুরু

 

ফেনীতে ভয়াবহ মানবিক বিপর্যয়ে কাজ করছে দুই শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের কয়েক হাজার কর্মী ও শিক্ষার্থী। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে ‘বসুন্ধরা’ ‘শুভসংঘ’ ফেনী শাখার সদস্যরা।
শনিবার থেকে ‘শুভসংঘ’ সদস্যরা খিচুড়ি তৈরি ও বিলিতে সহায়তা করে। শহরের তারা নিবাস কমপ্লেক্স এর সামনে স্থানীয় চিকিৎসক, ব্যাবসায়ি ও জেলা সেচ্ছাসেবক পরিবারের সদস্যদের সাথে যৌথভাবে খিচুড়ি তৈরি ও বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়। এসময় জেলা কমিটির সভাপতি ফয়জুল হক মিলকী, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম ও ‘কালের কন্ঠে’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারাসহ সদস্যরা কাজ করেন।
এর আগে ফুলগাজীতে নৌকা নামিয়ে উদ্ধার কাজে অংশ নেয় সদস্যরা। ‘শুভসংঘ’ সদস্য নিষাদ আদনান, মোহাইমেনুল ইসলাম জিফাতসহ সদস্যরা গত ২১ আগষ্ট থেকে বিপন্ন মানুষকে উদ্ধার, ত্রাণ বিতরণে সহায়তাসহ নানা কাজ করছে। আজ সোমবারও খিচুড়ি তৈরি করে কয়েকটি এলাকায় বিতরণের কর্মসূচি রয়েছে বলে জানান জেলা সভাপতি ফয়জুল হক বাপ্পি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *