নাটোরে গাছ নিয়ে সচেতনতা বাড়াতে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

 

১৯ মে রবিবার সকাল ৮ টায় বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নকলি স্কুলের কোমলমতি শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।  

জলবায়ু পরিবর্তনের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে গাছের পরিমাণ দিন দিন কমে যাওয়া একটি। তাই গাছ রোপণ এবং যত্ন করা জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গাছের প্রতি থাকতে হবে ভালোবাসা।  শিশুদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা সৃষ্টিতে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা আয়োজন করে   সচেতনতামূলক ক্যাম্পেইন।  যার উদ্দেশ্য ছিলো শিশুরা ইচ্ছেমত গাছের ছবি আঁকবে। এতে করে তাদের গাছের প্রতি আগ্রহ বাড়বে। তারাই ধারাবাহিকতায় আজ সকাল ৮ টায় নাটোর রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত স্বপ্নকলি স্কুলের শিশুদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতাটির। শিশুরা আনন্দ নিয়ে গাছের ছবি আঁকে। পরে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গাছকে বাঁচাতে হলে এর প্রতি ভালোবাসা এবং আগ্রহ থাকতে হবে। আর গাছ বাঁচলে আমরা বাঁচবো। বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা এই উদ্দ্যেশ্যকে সফল করতেই এমন আয়োজনের উদ্দ্যোগ গ্রহণ করেছে। 

পুরো আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সাধারণ সম্পাদক সুষ্ময় দাসসহ আসলাম আলী সরদারমোছঃ রাশেদা খাতুন, মোঃ চাঁদ খামারু, মোছাঃ বর্ষা খাতুন, মোছাঃ ফাতেমা খাতুন, মোছাঃ আরবী খাতুন, সানজিলা রহমান তটিনী, মুহছানিন ইসলাম মোহন প্রমুখ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *