গোপালগঞ্জে রাসেলস ভাইপার সাপ নিয়ে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা
“রাসেল ভাইপার:অতঙ্ক নয় প্রয়োজন সচেতনতা”এ বিষয়ক লিফলেট বিতরন করেছে বসুন্ধরা গ্রুপের মানবিল সহায়তা সংগঠন বসুন্ধরা শুভসংঘ, গোপালগঞ্জ জেলা শাখা।সম্প্রতি প্রায় দেশব্যাপী ছড়িয়ে পড়া এক নতুন অতংঙ্কের নাম রাসেল ভাইপার বা চন্দ্রভোরা সাপ।ইতিমধ্যে প্রান নিয়ে নিয়েছে বহু লোকের।অসচেতনতা ও অজ্ঞতার কারনে প্রান দিতে হয়েছে সেসব ব্যাক্তিদের।কারন এই নতুন উপদ্রব সম্পর্কে আমাদের দেশের লোকদের ধারনা খুব ই কম।
বসুন্ধরা শুভসংঘ,গোপালগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে আজ রবিবার(২৪/৬/২৪)সকাল ৯:০০ মি. থেকে দেড় ঘন্টাব্যাপী গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় রাসেল ভাইপার বিষয়ে প্রায় সহস্রাধিক সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়।গোপালগঞ্জ শহরের কোর্ট এলাকা,জিরো পয়েন্ট,লঞ্চঘাট,পোস্ট অফিস মোড়,মডেল স্কুল রোড,চৌরংগীতে এই লিফলেট বিতরন করেন বসুন্ধরা শুভসংঘ, গোপালগঞ্জ জেলা শাখার সদস্যরা।
লিফলেট বিতরনের সময়ে শুভসংঘের সদস্যরা অনেক ব্যাক্তি যারা পড়তে পারেন না তাদের কে বিস্তারিত বুঝিয়ে বলেন।এসময়ে রঘুনাথপুর গ্রাম থেকে আসা সবজি বিক্রেতা জনাব অমূল্য রায়(৫৫)বলেন,”বাপরে ডাঙ্গায়(জমি)নামতে ভয় করে,সাপের কথা শুনে কিন্তু পেটের দায়ে নামা লাগে,তুমি যা যা বললে এবার একটু সাবধানে নামবানি”।
বসুন্ধরা শুভসংঘ, গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন,দেশজুড়ে তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে এই রাসেল ভাইপারের উপদ্রব। আমাদের জেলায় আমরা ই প্রথম এমন সচেতনতা মূলক প্রচারের উদ্দ্যোগ নিয়েছি।বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের মানুষের পাশে আছে, থাকবে আশাকরি। “
সচেতনতা মূলক লিফলেট বিতরন কালে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ, রিজেন্ট কলেজ শাখার উপদেষ্টা জনাব দীপংকর মন্ডল, প্রভাষক মুজাহিদুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,গোপালগঞ্জ জেলা শাখার সহ সভাপতি জনাব শ্রীমতী, বসুন্ধরা শুভসংঘ, গোপালগঞ্জ জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিউল আলম,সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান,সমাজসেবা সম্পাদক অয়ন সাহা, কার্য়করী সদস্য সীমান্ত পাল,রাজীব,শুভ মুন্সী,আতিকুর,রবিন,সুমন,তারেক সহ অনেকে।