“গাছের চারা শুধু রোপন ই নয়,চারা গাছের পরিচর্যা ই হোক আমাদের উদ্দেশ্য”

 

পরিবেশ রক্ষায় গাছের ভূমিকার কোন বিকল্প নেই।গাছ থেকে আমরা অক্সিজেন পাই আবার গাছ এই ভূপৃষ্ঠ কে রাখে শীতল।প্রতিটি দেশের মোট আয়তনের ২৫% বনভূমি থাকার কথা থাকলেও আমাদের দেশে তার পরিমান ১৭% বলা হলেও এখন আরো কমে যাচ্ছে।বৈষিক উষ্ণায়নের একমাত্র কারন হল বনভূমি ধংস।আমাদের প্রানীকূলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখন ই প্রয়োজন ব্যাপক হারে গাছের চারা রোপন করা।পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য।

আজ ৫ ই জুন,২০২৪ বুধবার বিশ্ব পরিবেশ দিবস। সমগ্র বিশ্বের সাথে একই সাথে বাংলাদেশেও দিবস টি যথাযোগ্য মর্য়াদায় পালন করছে। বিশ্বের বিভিন্ন দেশে ইকো দিবস, ধরিত্রি দিবয়া বা পরিবেশ দিবস হিসেবে দিনটি পালন করা হয়।সরকারি পর্য়ায়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক,  সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে দিবস টি উপলক্ষ্যে।

দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা সংগঠনবসুন্ধরা শুভসংঘদেশব্যাপী গাছের চারা রোপন,বিতরন সহ বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচী বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে আজকের এই বিশেষ দিনে।এরই অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘ, গোপালগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে ৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ ডায়বেটিস সমিতি হাসপাতালে আজ(//২৪)বুধবার সকাল ৮;৩০ মি.সময়ে গাছের চারা রোপন করা হয়।গাছের চারা রোপন করার উপযুক্ত সময় সকাল বেলা।গাছের চারা রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জনাব ডা:কাজী রবিউল ইসলাম, মেডিকেল ডিরেক্টর, গোপালগঞ্জ ডায়বেটিস সমিতি হাসপাতাল।এসময়ে তিনি একটি দেশীয় প্রজাতির ঔষধি নিম গাছের চারা রোপন করে শুভ উদ্বোধন করেন।

জনাব ডা:কাজী রবিউল ইসলাম গাছের চারা রোপনের পর বলেন,”বসুন্ধরা শুভসংঘ কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এমন সুন্দর ও মহতী উদ্দ্যোগ গ্রহন করার জন্য একই সাথে স্বাগত জানাই তাদের আমাদের এই হাসপাতালে গাছ রোপনের জন্য মনোনিত করার জন্য।আশাকরি সকলেই তাদের বাড়ির অঙ্গিনায় একটি নিম গাছ রোপন করবেন কারন নিম গাছ থাকলে বাড়ির পাশে রোগ ব্যাধির বিস্তার কম হয়।

এসময়ে উপস্থিত গোপালগঞ্জ ডায়বেটিস সমিতি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল আলম বলেন,”বসুন্ধরা গ্রুপ দেশের জন্য একটি গর্ব করার মত শিল্প প্রতিষ্ঠান,যারা সব সময় সকল দূর্য়োগে সাধারণ মানুষের পাশে ও দেশের পাশে এসে দাড়িয়েছে। আমি বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘের সাফল্য কামনা করছি।

বসুন্ধরা শুভসংঘ,গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন,”শুধু পরিবেশ দিবসে নয় আমরা বসুন্ধরা শুভসংঘ সদস্যরা সমগ্র বছর ব্যাপী গাছের চারা রোপন করব।আর শুধু গাছের চারা রোপন ই নয় রোপন পরবর্তী পরিচর্যার কাজেও শুভসংঘ সব সময় থাকবে।

গাছের চারা বিতরন কালে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ, গোপালগঞ্জ জেলা শাখার শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম সাব্বির,পরিবেশ বিষয়ক সম্পাদক তৌসিফ সাকিব,তথ্য ও প্রকাশনা সম্পাদক সামিউল আলম, গোপালগঞ্জ ডায়বেটিস সমিতি হাসপাতালের বিপ্লব হোসাইন,কপিল দেব সরকার,নাঈমুর রহমান,নূর আলম চৌধূরী ও মিনহাজ সহ আরো অনেকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *