গণ বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচী
ঢাকার অদূরে সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ৩২ একরের এই বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন পরিবেশ যে কাউকে আকৃষ্ট করবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের পর দেখা মিলবে সারি সারি কাঠবাদাম গাছ। এই কাঠবাদাম গাছগুলো বিভিন্ন ঋতুতে ভিন্নরূপ ধারণ করে। এছাড়াও বিচিত্র রঙের ফুল, সবুজ ঘাস ভরা মাঠ, সবকিছু এই বিশ্ববিদ্যালয়কে আলাদা মাত্রায় নিয়ে যায়।
ক্যাম্পাসকে আরো সবুজে ভরিয়ে তুলতে ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার (১০ জুন) সকালে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের মানবিক ও কলা অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ আলম, কৃষি অনুষদের সহকারী অধ্যাপক ড: মাহমুদা উম্মে রায়হান, বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মো. কায়েস আহমেদ, ভেটেরিনারি অনুষদের প্রভাষক ড. সাবরিনা ফেরদৌস, মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান মাসুদ, বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, সহ সভাপতি আশরাফুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক ইমামুল হোসাইন আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ ইসলাম ফাহিম, সাংগঠনিক সম্পাদক কিশোর সুদীপ্ত শিপ্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক নুসাইবা ইসলাম, নারী বিষয়ক সম্পাদক নাইমা জাহান আশা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জামিয়া সুলতানা পলক, ক্রীড়া সম্পাদক শাওন রহমান, তথ্য ও যোগাযোগ সম্পাদক নাঈম হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব, কার্যকরী সদস্য মিরাজুল ইসলাম মুরাদ, মাসুদা তাসনিম কৃতী ও সুরাইয়া মুনিয়া।
বৃক্ষরোপণ প্রসঙ্গে প্রফেসর নিলুফার সুলতানা বলেন, ‘এটা খুবই ভালো উদ্যোগ। এই কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে খুবই ভালো লাগছে।‘
প্রভাষক ড: সাবরিনা ফেরদৌস বলেন, বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ পরিবেশ রক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। এই সময় বৃক্ষরোপন করা খুবই প্রয়োজন।
আয়োজকরা জানান, আজ সারাবিশ্বে উষ্ণায়ন দেখা দিচ্ছে। এর ফলে আগামী প্রজন্ম যাতে সংকটের মুখে না পড়ে সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি।