কেশবপুরে পানিবন্দি মানুষের বসুন্ধরা শুভসংঘের ত্রাণ সহায়তা
যশোরের কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানিবন্দি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে বৃষ্টি ও নদ-নদীর উপচে পড়া পানিতে জলাবদ্ধ হয়ে পড়া শতাধিক মানুষকে ত্রাণসামগ্রী হিসেবে চাল দেওয়া হয়।
শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার শফি ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। এ সময় উপস্থিত ছিলেন, শুভসংঘের উপদেষ্টা ও পৌর কারিগরি কলেজের অধ্যক্ষ অসীম ঘোষ, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাংবাদিক শাহিনুর রহমান, শুভসংঘের ক্রীড়া স¤পাদক শওকত হোসেন, নির্বাহী সদস্য এহসানুল হোসেন তাইফুর, কামরুজ্জামান রাজু, কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান প্রমুখ। শুভসংঘের নেতৃবৃন্দ ও অতিথিরা উপজেলার বিভিন্ন গ্রামের পানিবন্দি শতাধিক মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল তুলে দেন। চাল পেয়ে গরীব ও অসহায় মানুষেরা বসুন্ধরা শুভসংঘের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পানিবন্দি উপজেলার ভবানীপুর এলাকার সুফিয়া খাতুন বলেন, অভাবের সংসারে চাল পাওয়ায় তার খুবই উপকার হলো। এ দিয়ে কয়েকদিন চলবে। শহরের মধ্যকুল সাহাপাড়ার সাধন সাহা বলেন, মাসখানেক বাড়িতে পানি। কাজকর্ম কমে গেছে। অভাবের কথা অনেককে বলেছি। বসুন্ধরা শুভসংঘের কেশবপুরের বন্ধুরা জানতে পেরে তাকে খুঁজে চাল দেওয়ায় তিনি খুশি হয়েছেন।
এ ব্যাপারে শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার শফি বলেন, বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় ও কেশবপুর শাখার উদ্যোগে গরীব এবং অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে। তিনি বসুন্ধরা শুভসংঘের কর্তৃপক্ষের জন্য সকলের কাছে দোয়ার আহবান জানান।