কালিয়াকৈরে মেধাবী শিক্ষার্থীকে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা সহায়তা

 

গাজীপুরের কালিয়াকৈরে মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় একাদশ শ্রেণির  শিক্ষার্থীকে  নতুন বইয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করে বসুন্ধরা শুভসংঘ।

ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মো. শ্রাবণ হোসেনের হাতে আজ সকালে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন সংগঠনটির কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আহমেদ সাব্বির ও সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস।

শিক্ষা সহায়তা পেয়ে মো. শ্রাবণ হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের প্রতি আমি কৃতজ্ঞ। আমি মনে করেছিলাম যে এ বছর আমার আর বই কেনা হবে নাহ। আপনাদের সহযোগিতার কথা শুনে আমার পরিবার বসুন্ধরা গ্রুপের সমৃদ্ধির জন্যও মঙ্গল কামনা করেছে। বসুন্ধরা শুভসংঘকে এমন মহৎ উদ্যােগ নিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আহমেদ সাব্বির বলেন, আমরা বরাবরই আমাদের সাধ্য মতো এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় মানবিক কাজে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আর্থিক কারনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এগিয়ে নিতে ইতিপূর্বেও আমরা শিক্ষা সহায়তা প্রদান করেছি। আগামীতেও ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম চলমান থাকবে। 

সংগঠনটির সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস বলেন, বসুন্ধরা গ্রুপের শিক্ষা সহায়তা প্রদানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীর পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা বসুন্ধরা গ্রুপের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে থাকা সকল মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে শিক্ষা নিশ্চিত করতে চাই। একটি সমৃদ্ধ জাতি গড়ে তুলতে বসুন্ধরা গ্রুপের এই উদ্যােগের সফলতা কামনা করছি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর শাখার কার্যনির্বাহী সদস্য শনকিম সরকার ও মো. নোবেল ইসলাম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *