কাফরুলে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

 

তীব্র গরমে জনজীবন প্রায় বিপন্ন। সবথেকে বেশি অসুবিধায় পড়েছে শ্রমজীবী মানুষেরা। রাস্তায় কাজ করার সময় অনেকেই বিশুদ্ধ খাবার পানি পান করার সুযোগ পায় না। চলমান তাবপ্রবাহে শ্রমজীবী মানুষের পাশে নিরাপদ খাবার পানি ও খাবার স্যালাইন নিয়ে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘে সদস্যরা।

আজ শুক্রবার (১৭ মে) দুপুরে রাজধানীর মিরপুর১৪ নম্বর এলাকায় অর্ধশত শ্রমজীবী মানুষের হাতে পানি ও খাবার স্যালাইন তুলে দিয়ে বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সদস্যরা। এসময় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রমজীবী মানুষেরা।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সদস্য ওয়ালী খান ইউসুফযাই, তৌফিক আল সাদিফ, দিবা দেবনাথ, সাদিয়া আক্তার মিম, নুসরাত জাহান শ্রাবণী, নাজমুল হাসান মারুফ। 

বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সহ সভাপতি নুসরাত জাহান শ্রাবনী বলেন, তীব্র গরমে স্বাভাবিকভাবেই মানুষ ঘর থেকে বের হতে চায় না সেখানে শ্রমজীবী মানুষেরা অর্থ উপার্জনের জন্যে তীব্র গরমে কাজ করে যাচ্ছে শ্রমজীবী মানুষেরা অনেকেই রাস্তায় বিশুদ্ধ পানি খেতে পারেনা।তাই তাদের জন্যে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আমাদের এই আয়োজন। আশা করি আমাদের এই আয়োজনে সাধারণ মানুষ সামান্যতম হলেও উপকৃত হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *